শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘোড়াঘাটে ৭ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ২৫ নভেম্বর ২০২০, ১৬:৪০

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ৭ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল ইসলাম।

আজ বুধবার তিনি এ জরিমানা আদায় করেন। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১টি ঔষধের দোকান, ২টি রেস্টুরেন্ট, ২টি ভ্যারাইটি ষ্টোর ও ২টি কাঁচামালের দোকান মোট ৭ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, ড্রাগ অ্যাক্ট ও দন্ড বিধির ধারায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয় ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রমে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মমতাজ বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামাল হোসেন সরকার, উপজেলা স্যানেটারি পরিদর্শক মোঃ ইসরাইল হোসেন ও র‌্যাব সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে