শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাইকগাছায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  ০১ ডিসেম্বর ২০২০, ২০:০৯

পাইকগাছায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান ও বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয় খুলনার ডিএফইউএনডিপি মামুনুর রশিদ খান, ওয়েভ ফাউন্ডেশনের জেলা প্রকল্প সমন্বয়কারী হাফিজুর রহমান, উপজেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ।

প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর ও গ্রাম আদালত সহকারীবৃন্দ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে