শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে ডিপো মালিকের দণ্ড

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২০, ১৬:৫৭

খুলনার ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে এক ডিপো মালিককে ৭ দিনের জেল ও অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত বুধবার রাতে ডুমুরিয়া বাজারে এঅভিযানে নেতৃত্বদেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাস।

জানা যায়, ডুমুরিয়া বাজারে মোল্যা ফিসের স্বত্বাধিকারী মজিদ মোল্যা(৪৭) চিংড়ী মাছে অপদ্রব্য (জেলী) পুশ করছেন। এমন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুশ করা অবস্থায় হাতে-নাতে মোল্যা ফিসের স্বত্বাধিকারী মজিদ মোল্যার(৪৭)কে গ্রেফতার করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাছ ও মাছজাত দ্রব্য (পরিদর্শন এবং মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ’১৯৮৩ এর ১০ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’২০০৯ এর ৫২ ধারায় ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্ধদণ্ড অনাদায়ে আরো ৭দিনের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া অপদ্রব্য মিশ্রিত ৮০ কেজি চিংড়ি জব্ধপূর্বক তা বিনষ্ট করা হয়।

এসময়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রায়হানুল হাসানসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে