শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভোটারদের ফিংগারপ্রিন্ট নিয়ে নৌকা প্রতীকে ভোট নিশ্চিত করা হয় : শ্রীপুরে বিএনপির মেয়র প্রার্থী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ১৭ জানুয়ারি ২০২১, ১৮:০৮

‘মারধর করে কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট বের করে দেয়া, কেন্দ্রে বহিরাগত সন্ত্রাসী বাহিনী প্রবেশ, সাধারণ ভোটারদের ফিংগারপ্রিন্ট নিয়ে নৌকার এজেন্টরা নিজেরাই ইভিএম মেশিনের বোতাম টিপে নৌকা প্রতীকে ভোট নিশ্চিত করা হয়।’

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে অংশ নেয়া বিএনপির মনোনীত মেয়র প্রার্থী অ্যাড.কাজী খান রেলওয়ে স্টেশন সংলগ্ন বিএনপির কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মৌখিক অভিযোগ দিয়েও সাড়া পায়নি। চিহ্নিত আওয়ামী পেশাজীবী সংগঠনে নেতৃবৃন্দকে দেখে দেখে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়।’

এসময় তিনি ইভিএম ( ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে অনিয়ম, দুর্নীতি ও ভোট জালিয়াতি করে বিএনপির মনোনীত প্রার্থীকে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেন। তিনি নির্বােচনের ফলকে প্রত্যাখ্যান করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হুমায়ুন কবির সরকার প্রমুখ।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে