শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাণীশংকৈলে মাদক ব্যবসায়ী ববিতা গ্রেপ্তার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  ১৭ জানুয়ারি ২০২১, ১৮:৪৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে শনিবার সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। রোববার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, এএসপি সার্কেল তোফাজ্জল হোসেন ও থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবালের নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে পৌর শহরের ডিগ্রি কলেজ সংলগ্ন লুৎফর রহমানের কন্যা মাদক সম্রাজ্ঞী ববিতাকে পৃথক দুটি মাদক মামলায় ৬ বছর সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অপর মামলার ১ বছর জেল ও ১০ লাখ টাকা জরিমানা করে।

অপরদিকে উপজেলার রসুনপুর গ্রামে কলিম উদ্দীনের পুত্র বানু শেখের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ও ৯৯৯ নম্বরে কল করায় বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার সামশুলের পুত্র মাসুদকে গ্রেপ্তার করে। এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন, মাদক, জুয়ার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। এ উপজেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলসভাবে রাত-দিন কাজ করে যাচ্ছে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে