শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধুনটে প্রধানমন্ত্রীর উপহার পেল ১০১ ভূমিহীন পরিবার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২১, ১৪:৪২

বগুড়ার ধুনট উপজলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমি সহ পাকা বাড়ি পেয়েছেন ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধুনট উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষ থেকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যুক্ত হন ধুনট উপজেলা প্রশাসন। ভিডিও কনফারেন্স শেষে প্রধান অতিথি হিসেবে ধুনট উপজেলার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ির জমির মালিকার দলিল হস্তান্তর করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, গোপালনগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হোসেন, ধুনট সদর ইউনিয়নের চেয়ারম্যান লাল মিয়া, গোসাইবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল হাসান মুকুল, ভান্ডারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর করিম আপেল, মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, কালেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হারেজ উদ্দিন আকন্দ প্রমূখ।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে