শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভেড়ামারায় মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের বাড়ি প্রদান

কুষ্টিয়া প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২১, ১৮:৫১

শনিবার কুষ্টিয়ার ভেড়ামারায় মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের বাড়ি প্রদান অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতিতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক (ডিডিএলজি) মৃণাল কান্তি দে। তিনি অনুপস্থিত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ নিয়ে ভেড়ামারা উপজেলা পরিষদের সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে মুজিববর্ষ উপলক্ষে ১০০ জন গৃহহীনের মধ্যে বাড়ি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু। প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়ার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক (ডিডিএলজি) মৃণাল কান্তি দে।

বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, নবনির্বাচিত মেয়র আনোয়ারুল কবীর টুটুল, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী প্রমুখ।

সর্বশেষ ১০০ জন গৃহহীনকে বাড়ির কাগজপত্র, কম্বল ও শাড়ি প্রদান করেন।

যাযাদি /এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে