শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​সংবাদ প্রকাশের পর সাময়িক বরখাস্ত হলেন সুন্দরগঞ্জের সেই প্রধান শিক্ষক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৫

‘প্রতারণার মামলায় প্রধান শিক্ষক জেলহাজতে’ শিরোনামে সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পরে সাময়িক বরখাস্ত হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সেই প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম মজনু (৪৫)।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী। সাইফুল ইসলাম মজনু চরখোর্দ্দা নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের মৃত আব্দুস সামাদ মাস্টারের ছেলে। শিক্ষা অফিসার হোসেন আলী জানান, সাইফুল ইসলাম মজনুর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ বিষয়ে সুন্দরগঞ্জ থানার সিআর-৪২৩/২০১৯নং মামলায় বিজ্ঞ আমলি আদালত গত ১৯-০১-২০২১ তারিখে তাকে জেলহাজতে পাঠান। সে কারণে ওই তারিখ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সঙ্গে বরখাস্তের দিন থেকে তিনি সরকারি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন বলেও জানান তিনি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে