শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বদলগাছীতে স্কুলছাত্রকে বলাৎকার : আটক ১

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৯

নওগাঁর বদলগাছীতে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রকে বলাৎকার করার অভিযোগে থানার মামলায় একজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার কোলা ইউপির ভোলার পালসা গ্রামের আব্দুর রাজ্জাকের নাতি কলেজছাত্র মিনহাজ রহমান (২৪) নানির বাড়ি কোলা ইউপি ভোলারপালসা গ্রামে থেকে পড়াশোনা করে। গত ২৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় একয় গ্রামের মিঠুর ছেলে ৭ম শ্রেণির ছাত্র ছাগল নিয়ে বাড়ি থেকে একটু দূরে বাগানে গেলে মিনহাজ গান শোনার প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রকে কাছে টেনে নেয়। এরপর তাকে জোরপূর্বক পাশের একটি ঝোপে নিয়ে বলাৎকারের চেষ্টা করে। এ সময় মিনহাজের হাত থেকে পালানোর জন্য চিৎকার করলে নার্গিস বেগম নামে এক মহিলা ঘটনা দেখতে পেয়ে এগিয়ে এলে মিনহাজ পালিয়ে যায়।

স্থানীয় লোকজন থানায় খবর দিলে বদলগাছী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্কুলছাত্রের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বদলগাছী থানার ওসি তদন্ত রায়হান হোসেন বলেন, এ বিষয়ে নারী ও শিশু দমন নির্যাতন আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলার সূত্র ধরে আসামি মিনহাজকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। এবং স্কুলছাত্রকে মেডিকেল টেস্টের জন্য নওগাঁ পাঠানো হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে