শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​টাঙ্গাইলে পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৮

টাঙ্গাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার(২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সরকারি সা’দত কলেজের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী ওই কর্মসূচির আয়োজন করে।

মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সরকারি সা’দত কলেজের শিক্ষার্থী ফাহাদুল ইসলাম, রিশা হালদার, আরিফুল ইসলাম, তানভীর আহমেদ প্রমুখ।

বক্তরা বলেন, করোনাভাইরাসের মধ্যে বাজার, গার্মেন্টস ফ্যাক্টরী, মেলাসহ সবকিছু খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। ‘সব চলে- সব হয়, পরীক্ষা নিতে কিসের ভয়’। বক্তারা বিশ্ববিদ্যালয়ের হল সমূহও খুলে দেওয়ার দাবি জানান। অন্যথায় মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে