শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইগাতী উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২১, ২০:০১

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক দোয়া মাহফিল শেষ করে উপজেলার হলরুমে দিনটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি জয়নাল আবেদীন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ দাশ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, ওসি মোহাম্মদ ফায়েজুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, যুবলীগ সভাপতি ফজিলা শারমিন, সাধারণ সম্পাদক শাহ আলমের নেতৃত্বে পৃথক পৃখকভাবে দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করা হয়েছে। বিকাল ৩টায় ঝিনাইগাতী থানার আয়োজনে সারা দেশের ন্যায় কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদ্যাপন করা হয়েছে। এতে সকল পেশার মানুষ, জনপ্রতিনিধি, পুলিশসহ গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে