শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাইকগাছা উপজেলা আইন শৃংখলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  ১৪ জুন ২০২১, ২১:১৮
আপডেট  : ১৪ জুন ২০২১, ২১:২৭

পাইকগাছা উপজেলা আইন শৃংখলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক সভায় উপস্থিত ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি (অপারেশন) স্বপন রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মেডিকেল অফিসার ডাঃ ইফতেখার বিন রাজ্জাক, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার রেজায়েত আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রধান শিক্ষক অজিত সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, আমার বাড়ী আমার খামার প্রকল্প সমন্বয়কারী জয়া রানী রায়, তথ্য সেবা কর্মকর্তা তন্বী দাশ, উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন, স্বাস্থ্য পরিদর্শক রাজিব গাঙ্গুলী, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, প্রভাষক মোমিন উদ্দীন। সভায় বাল্যবিবাহ ও কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধ, করোনার বিধিনিষেধ কার্যকর, ভ্যান নছিমন সহ বিভিন্ন যানবাহনে এলইডি লাইট ব্যবহার বন্ধ করা, পৌরসভার ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা, পৌরসভার শহররক্ষা বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্থ বাঁধ ও স্লুইট গেট মেরামত, গ্রাম পুলিশকে সক্রিয় করা ও বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা সহ। সভার শুরুতেই ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় কার্যকর পরিস্থিতি গ্রহণ এবং ইয়াস পরবর্তী ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে