শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

​গাজীপুরে করোনা শনাক্তের হার ২৮ শতাংশ

গাজীপুর প্রতিনিধি
  ২৫ জুন ২০২১, ১২:২৩

গাজীপুরে করোনা সনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ হার বেড়ে হয়েছে। হয়েছে প্রায় ২৮ শতাংশ। এসময়ে ৩৩৩জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হয়েছে ৯৩জনে। আগের দিন ৩৪৩ জনে করোনা পজেটিভ হয় ৭৯জন এবং সনাক্তের হার হয় ২৩ শতাংশ।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘন্টায় মৃতের সাংখ্যা না বাড়লেও সনাক্তের সংখ্যা বেড়েছে ১৪। আগের দিন ২৪জুন ৩৪৩ জনের নমুনা পরীক্ষায় পজেটিভ হয়েছিল ৭৯জনের মধ্যে এবং এদিন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ২৩০জন। পরদিন ২৫জুন ৩৩৩জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের মধ্যে করোনা পজেটিভ হয়েছে এবং এদিনও মৃতের সংখ্যা ২৩০ জনে অপরিবর্তিত ছিল।

তিনি আরো জানান, সর্বশেষ ২৫জুনের তথ্য মতে গাজীপুরে ৩৩৩জনের নমুনাসহ এ যাবৎ মোট ৮৮হাজার ৯৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ১২হাজার ২৬৮ জনে করোনা পজেটিভ হয়।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে