শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​১২ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

তেতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
  ১৯ জুলাই ২০২১, ১৮:৪৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের একমাত্র বাংলাবান্ধা চতুর্দেশীয় স্থলবন্দর (বিবিআইএন) বাংলাদেশ, ভুটান, ভারত, নেপালের মধ্যে ১২ দিন আমদানি রপ্তানিকার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাবন্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ও বাংলাবান্ধা স্থল বন্দর আমদানী রপ্তানি কারক কল্যান সমিতির সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান জানান, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ১৯ জুলাই সোমবার থেকে সাপ্তাহিক ছুটিসহ ৩০ জুলাই শুক্রবার পর্যন্ত মোট ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে।

আমাদানি রপ্তানীকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, চারদেশীয় স্থলবন্দরের আমদানি রপ্তানি কারক গ্রুপ আলোচনা সাপেক্ষে স্ব-স্ব ভাবে এই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সেই প্রেক্ষিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোট ১২দিন (১৯ জুলাই সোমবার থেকে ৩০ জুলাই শুক্রবার) পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

ইমিগ্রেশন ওসি নজরুল ইসলাম জানান, আমদানি রপ্তানি বন্ধ থাকলেও করোনার কারণে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। সরকারি নির্দেশনা পেলে যাত্রী পারাপার আবার শুরু হবে।

রাজস্ব কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর ১২দিন বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল সেবা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। ৩১ জুলাই শনিবার থেকে বন্দরের আমদানি-রপ্তানীর কার্যক্রম যথারীতি চালু থাকবে।

যাযাদি/এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে