শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোল্লাহাটে আশ্রয়ণ প্রকল্প’র বাসিন্দাদের জীবন-মান উন্নয়নে উদ্বুদ্ধ করছেন ইউএনও

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ২৭ জুলাই ২০২১, ২১:২৩

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ওয়াহিদ হোসেন আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শনসহ এখানকার বাসিন্দাদের জীবন-মান উন্নয়নে উদ্বুদ্ধ করছেন। মঙ্গলবার সকাল ১০ টায় মুজিববর্ষ উপলক্ষে উপজেলার চরদারিয়ালা গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত ৪০টি ঘর পরিদর্শন করেন তিনি। এসময় তিনি আশ্রয়ণ-২ প্রকল্পের বসবাসকারী সুবিধা ভোগীদের সাথে কথা বলেন। প্রতিটা ঘরে ঘরে গিয়ে তাঁদের খোঁজ খবর নেন। এসময় তাঁদেরকে হাঁস মুরগী পালন, সব্জি চাষ ও গরু ছাগলের খামারসহ সমবায় সমিতি করতে উদ্বুদ্ধ করেন।

আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শন ও এখানকার সুবিধা ভোগীদের উদ্বুদ্ধ করণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান সজল, উপজেলা (এলজিইডি) উপ-সহকারী প্রকেীশলী মেহেদী, গাংনী ইউপি চেযারম্যান শিকদার উজির আলী, প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, ইউপি সদস্য জুয়েল শেখ প্রমূখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে