শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​মাশরুম চাষের ওপর প্রশিক্ষণ কর্মশালা

গোপালগঞ্জ প্রতিনিধি
  ২৮ জুলাই ২০২১, ২১:৫৬

গোপালগঞ্জে মাশরুম চাষের ওপর এক দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুধবার গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার মালেঙ্গা আশ্রয়ণ প্রকল্পের ১২৫ জন উপকারভোগীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। তিনি বলেন, এখানে যারা উপকারভোগী রয়েছে তাদের জীবনমান উন্নত করতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। তারা মাশরুম চাষ করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে বলে তিনি মন্তব্য করেন।

একই দিন বিকেলে সদর উপজেলার গোপীনাথপুর আশ্রায়ণ প্রকল্পেও মাশরুম চাষের ওপর প্রশিক্ষন দেওয়া হয়। উভয় আশ্রয়ণ প্রকল্পে সংশ্লিষ্ট উলপুর ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাবুল, হরিদাসপুর ইউপি চেয়ারম্যান মুন্সী মুকিতুল ইসলাম ও গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চু মাশরুম চাষে আগ্রহী উদ্যোক্তাদের সার্বিক সহাযোগিতা করার আশ্বাস দেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে