শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে কুতুবদিয়া থানার মাইকিং

কুতুবদিয়া প্রতিনিধি:
  ২৯ জুলাই ২০২১, ২১:২১

সাগরে লঘুচাপের প্রভাবে পূর্ণিমার জোয়ারে প্লাবিত কুতুবদিয়ায় চরম অবনতি হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন ইতোমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে কাজীর পাড়া, তেলিপাড়া, পন্ডিত পাড়া, কাহার পাড়া, কিরণ পাড়া ও উত্তর ধূরুং ইউনিয়নের কাইসার পাড়াসহ ১০ গ্রামের মানুষ। গত কয়েক দিন যাবত প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এসব নিম্নাঞ্চলে ঝুকিতে বসবাসকারী মানুষদের নিরাপদে রাখতে থানা পুলিশের মাইকিং করা হয়েছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দারের নেতৃত্বে উপ-পরিদর্শক মো. মকবুল হোছাইন বকুল এ প্রচারণায় অংশ নেন।

এতে বার বার বলা হচ্ছে, জোয়ারের পানি বাড়লে আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে, শিশুদের নিউমোনিয়া লক্ষ্মণ দেখা গেলে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে, ডায়রিয়া প্রতিরোধে বিশুদ্ধ পানি পান করতে এবং করোনা ভাইরাস প্রতিরোধের সচেতনতামূলক কথাও বলা হয়েছে। এসময় জনপ্রতিনিধি ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে