শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​ফেনীতে আন্তজার্তিক তথ্য অধিকার দিবস পালিত

ফেনী প্রতিনিধি
  ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:০১

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস২০২১ উপলক্ষে আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । তথ্য আমার অধিকার, জানতে হবে সবার, এ শ্লোগানকে সামনে রেখে মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বি মনির। আলোচনা করেন,এডিসি জেনারেল মাসুদুর রহমান সহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা আইসিটি আইনের খারাপ ধারাগুলি বাতিল,১৭২ জন সাংবাদিকের নামে মামলা প্রত্যাহার,বিতর্কিত আইন বাতিল,আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া,তথা দিয়ে সহযোগিতা করাও তথ্য প্রাপ্তিতে নিশ্চিত করার দাবি জানান গণমাধ্যম কর্মীরা।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান বলেন,সাংবাদিকেরা গনতন্ত্র, দেশের, জনগনের, সমাজের জন্য একটি আয়না, চতুর্থ স্তম্ভ। কােন অনিয়ম, দুর্নীতি , অসংগতি, দুর্বলতা থাকলে সেসব প্রতিষ্ঠান তথ্য দিতে চায়না। সরকারি কর্মকর্তাদেরকে তিনি বলেন,তথ্য চাইলে সাংবাদিকদেরকে সহযোগিতা করবেন,তাহলে অনিয়ম, দুর্নীতি কমে যাবে।

শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্নদিনে শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জেলা প্রশাসক।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে