শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, শিশু আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ১৩ অক্টোবর ২০২১, ১১:৩০

গাজীপুরের শ্রীপুরে শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দেওয়ার পর কাটা পড়ে মারা গেছেন এক নারী। এসময় তার সাথে থাকা দুই বছর বয়সী শিশুটিকে আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

বুধবার (১৩ অক্টোবর) সকালের দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের উত্তর আউটার সিগনাল সংলগ্ন কাটা পুলের পাড় এ ঘটনা ঘটে।

তাৎক্ষনিক ভাবে ওই নারী(২৮)র পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, বুধবার সকাল সাতটার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি কাটাপুল এলাকায় পৌছলে হঠাৎই ঝাপিয়ে পড়ে ওই নারী। এসময় তার পাশে একটি শিশুও ছিল। পরে ট্রেনে কাটা পড়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। এসময় স্থানীয়রা আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা খানম জানান, শিশুটির হাতের কিছু অংশ থেঁতলে গেছে এবং মাথায় আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুনুর রশিদ যায়যায়দিনকে জানান, এ ঘটনায় রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে