শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

​তাড়াইলে কিশোরদের উদ্যোগে বৃক্ষ রোপন

তাড়াইল প্রতিনিধি
  ২১ অক্টোবর ২০২১, ১৫:০৬

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সামাজিক যোগাযোগের মাধ্যমে কিশোরদের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার বনায়নকে বাস্তবায়ন করতে উপজেলার বিভিন্ন জায়গায় ১০০টি গাছ রোপন ও ৩৫০টি গাছ বিতরণ করা হয়। গত সোমবার সকাল থেকে কয়েকজন কিশোরের মধ্যে বিপুল উৎসাহের মাধ্যমে এ বৃক্ষরোপন কার্যক্রমটি করতে দেখা যায়।

বৃক্ষরোপন কার্যক্রম শেষে তরুণরা এক মত বিনিময় সভা করেন। এতে তারা বলেন, আগামী বাংলাদেশের উষ্ণতা কমাতে ও অনাবৃষ্টি বন্ধ করতে হলে বনায়নের বিকল্প নেই এবং আমাদের পূর্ব পুরুষের মতো ভবিষ্যৎ প্রজন্ম যেন মাছে, ভাতে ও ফলফলাদিতে ভরপুর থাকে সেই দিকটি বিবেচনা করে সরকারী রাস্তার পাশে বিভিন্ন ফলজ গাছ এবং বনায়নকে নিশ্চিত করতে বনায়ন গাছ রোপন করতে হবে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে যে কজন তরুণ এ কাজগুলো করেছিলেন তারা হলেন- মুসলিম, হৃদয়, জুয়েল, জুবায়ের প্রমুখ। তাদের যৌথ উদ্যোগে নিজস্ব অর্থায়নে বিনামূল্য গাছ বিতরণ ও রোপন করা হয়।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে