শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

​ জলঢাকায় ডাভ সেলফ এস্টিম প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  ২১ অক্টোবর ২০২১, ১৬:৪৭

নীরফামারীর জলঢাকায় ইএসডিও-ডাভ সেলফ এস্টিম প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত ডাভ সেলফ এস্টিম এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপ পরিচালক আখতারুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের রংপুর ডিভিশনাল ম্যানেজার ড. ঋষিকেশ সরকার, ইএসডিও এ্যাসিসটেন্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর, তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায় ও অনির্বাণ স্কুলের প্রধান শিক্ষক রোকোনুজ্জান চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, এ প্রকল্প বাস্তবায়নে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আর্থিক সহায়তায় ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক ডাভ সেলফ এস্টিম প্রকল্পটি জলঢাকা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ৪১ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯ টি মাদ্রাসায় বাস্তবায়িত হবে।

উক্ত প্রকল্প বায়স্তবায়নের মাধ্যমে ১১ থেকে ১৪ বছর বয়সী (৬ষ্ঠ-নবম শ্রেণি) শিক্ষাথীদের ইতিবাচক সম্পর্ক উন্নয়ন ও আত্ব বিশ্বাস তৈরির মাধ্যমে তাদের পূর্ণ সম্ভাবনাময় জীবনে পৌছাতে সহায়ক হবে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে