শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাস্ক না ব্যবাহারের দায়ে আখাউড়ায় ৯জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১৭ জানুয়ারি ২০২২, ১৯:০৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না ব্যবাহারের দায়ে ক্রেতা-বিক্রেতাসহ ৯জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

আজ সোমবার উপজেলা সহকারি কমিশনার (মি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের সড়ক বাজার, বড়বাজারসহ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং স্বাস্থ্যবিধি মাস্কের ব্যবহার নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়

ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (মি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম বলেন, অমিক্রন রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে সময় মাস্ক না ব্যবহার করায় জনকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে তিনি বলেন, পরবর্তী সরকারি আদেশ না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে