ফেনীর দাগনভুইয়াতে ব্যবসায়ি কল্যান সমিতির আয়োজনে বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বাংলাদেশের অধিকাংশ থানা উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন থাকলেও দাগনভুইয়া একটি উন্নত উপজেলা হওয়া স্বত্বেও আজ পর্যন্ত আলোর ছোঁয়া থেকে বঞ্চিত। প্রতিবছর অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার সম্পদ আগুনের পেটে যাচ্ছে। সর্বস্বান্ত হচ্ছে অসহায় ও ব্যবসায়িরা।আগুনে সব শেষ হওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। তখন করার কিছু ই থাকেনা। মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে ফায়ার সার্ভিসের স্টেশন চালু ও নির্মাণের দা্বি জানান। ব্যবসায়ি নেতা আবুল কায়েস রিপন,জসিম উদ্দিন লিটন, প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম সহ গন্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন । পরে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতারা।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd