শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​​​​​​​বদলগাছীতে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে দই-মিষ্টি বিক্রি  

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
  ২৯ জানুয়ারি ২০২২, ১১:১৮

নওগাঁর বদলগাছীতে অস্বাস্থ্যকর পরিবেশে দই মিষ্টি বিক্রি দেখার যেন কেউ নেই জানা যায় বদলগাছী উপজেলার প্রাণকেন্দ্র চৌরাস্তার মোড়ে খোলামেলাভাবে ধুলাবালির মধ্যে বিক্রি হচ্ছে এই অস্বাস্থ্যকর পরিবেশে দই মিষ্টি সরেজমিনে দেখা যায় নাম বিহীন একটি দোকান সামনে টেবিলে নিচে ময়লা আবর্জনার পলিথিন দিয়ে রাখা হয়েছে মিষ্টি

আশেপাশের ব্যবসায়ীরা বলেন তাকে বারবার নিষেধ করলেও কোনো কর্ণপাত করেন না ব্যাপারে দোকান মালিক মিষ্টি ব্যবসায়ী দিলীপ চন্দ্র বলেন ইতিপূর্বে আমি কাঁচ দিয়ে ঢেকে রেখে ছিলাম কিন্ত আমার দোকান রোডসাইডে হওয়ায় ১বছর আগে দোকানে একটি ট্রাক ধাক্কা দেয় সেই সময় দোকানের আসবাবপত্র ক্ষতি হয় আমি অচিরেই দোকান মেরামত করে পরিবেশ তৈরি করব

স্থানীয় ব্যবসায়ীরা বলেন এই নোংরা পরিবেশে মিষ্টির দোকান প্রশাসনের উচিত দোকানটি বন্ধ করে দেওয়া এই অস্বাস্থ্যকর দোকান থেকে মিষ্টি খেলে বিভিন্ন পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তারা আরো বলেন প্রশাসনের লোকজন সার্বক্ষণিক এই রাস্তা দিয়ে চলাচল করে কিন্তু কোন প্রতিবাদ করেনা এব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী নেন্সপেক্টর মো,ফজলুর রহমান বলেন আমি সরেজমিনে গিয়ে তদন্ত করে জরুরি ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে