শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে আগুনে আ'লীগ নেতার তিনঘর পুড়ে ছাই

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
  ২৪ মে ২০২২, ১৭:২১

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল হকের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এসময় তাঁর তিনটি বসতঘর পুড়ে যায়।

মঙ্গলবার (২৪মে) দুপুর দুইটার দিকে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এসে ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক ফজলুল হক তেলিহাটি ইউনিয়নে টেপিরবাড়ি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি। অগ্নিকাণ্ডের সাথে সাথে ঘর থেকে লোকজন বের হয়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার। তিনি মুঠোফোনে যায়যায়দিনকে বলেন, দুপুর দুইটার দিকে আগুনের ঘটনাটি ঘটে। এগুলো ফজলুল হকের পারিবারিক থাকার ঘর। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সময় তিনটি কক্ষের একটিতে ফজলুল হকের স্ত্রী- সন্তান ছিলেন। এ সময় হঠাৎ ঘরে আগুন দেখে তারা দৌড়ে বের হয়ে যান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ইউপি চেয়ারম্যান আরও বলেন, আগুন কিভাবে লাগলো তা ফজলুলের পরিবারের সদস্যরা কিছুই বলতে পারেননি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনস্পেক্টর বেলাল আহমেদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এক সাথে একাধিক বৈদ্যুতিক মিটার সংযোগ থাকায় তারের এলোমেলোর অবস্থার যেকোনো জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা করেন । তিনি আরও বলেন, আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুড়ে গেছে তিনটি ঘরের আসবাবপত্র সহ সবকিছু।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে