শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​​​​​​​মান্দায় ১৪০ জন প্রান্তিক কৃষকদের কৃষি উপকরণ বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ২৩ জুন ২০২২, ১৬:৩৯

নওগাঁর মান্দায় “গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন ও কৃষি প্রণোদোনা কর্মসূচির আওতায় ১৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। “গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন ও কৃষি প্রণোদোনা কর্মসূচির আওতায় অধিক পেঁয়াজ উৎপাদন ও সংকট মোকাবেলার লক্ষ্যে প্রত্যেক কৃষককে এন-৫৩ জাতের ১ কেজি পেঁয়াজ বীজ,২০ কেজি ডিএপি,২০ কেজি এমওপি সার,পলিথিন ১৫০ বর্গ মিটার,প্লাস্টিক দড়ি এবং এক বোতল বালাইনাশক দেওয়া হয়।

এছাড়াও আগামীতে পর্যায়ক্রমে প্রত্যেক কৃষককে ২ হাজার ৮শ টাকা করে সর্বমোট ৩ লক্ষ ৯২ হাজার টাকা বিকাশের মাধ্যম প্রদান করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার শায়লা শারমিন এবং কৃষি সম্প্রসারণ অ সিমা কর্মকার প্রমুখ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে