ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরী শীর্ষক প্রশিক্ষণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৩জুন) উপজেলা পরিষদের আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসের কম্পিউটার ল্যাবে জাইকার অর্থায়নে উপজেলা পরিষদের তত্ত্বাবধানে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক দুই দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীনের সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
উপজেলা শিক্ষা অফিসার জানান প্রশিক্ষণ কর্মশালায় গৌরীপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন। নির্বাচিত প্রতিটি বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক অথবা একজন সহকারী শিক্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে ।
প্রশিক্ষণ কর্মশালায় মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরী করা ও মাল্টিমিডিয়া কন্টেন্ট এর গুরুত্ব সম্পর্কে অবগত করানো হয়। সভায় বক্তব্য শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd