শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ বিতরণ

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  ০৬ জুলাই ২০২২, ১৬:১৭

নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র এর বাস্তবায়নে ক্রিশ্চিয়ান এইড এর সহযোগীতায় বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ অর্থ বিতরণ করা হয়।

এতে ওই ইউনিয়নে ক্ষতিগ্রস্থ ৩৫০টি পরিবারের মাঝে বহুমুখী কাজের জন্য চার হাজার পাঁচশত টাকা করে বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শিব্বির আহমেদ তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, ক্রিশ্চিয়ান এইড‘র সমন্বয়কারী মোঃ শামছুজ্জামান, প্রজেক্ট সাপোর্ট অফিসার ছন্দা রানী, সনজিমা মাধুরী, নুসরাত চৌধুরী, ডিএসকের ফোকাল পারসন মোঃ আলাউদ্দিন, সহকারী পরিচালক মোঃ সুলতান উদ্দিন, শামছুল আলম খান, উপ-পরিচালক মীর্জা রোকনুজ্জামান তারেক সহ স্থানীয় গন্যমান ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে