শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদ্মায় জেলের জালে সারে ১৭কেজি ওজনের সিলভার কার্প মাছ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  ০৬ জুলাই ২০২২, ১৬:৪১

গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে সাড়ে ১৭ কেজি ওজনের বিশাল একটি সিলভার কার্প মাছ ধরা পড়েছ। মাছটি বিক্রি হয়েছে ১৪ হাজার টাকা।

বুধবার (০৬ জুলাই) সকালে দৌলতদিয়ার ৭ নং ফেরি ঘাটের অদুরে জেলে আনিস হলদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি তিনি ৬ নং ফেরি ঘাটে দুলাল মন্ডলের মৎস্য আড়তে নিয়ে আসলে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মৎস্য আড়ৎদার চাঁন্দু মোল্লা মাছটি ৭ শত টাকা কেজি দরে মোট ১২ হাজার ২৫০ টাকা দিয়ে কিনে নেয়। এ সময় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে যায়।

পরে মাছটি তিনি ৮ শত টাকা কেজি দরে মোট ১৪ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করেন।

উপজেলা সহকারি মৎস্য কর্মকতা মো. রেজাউল শরীফ বলেন, সিলভার কাপ মাছ সাধারন পুকুরে বেশি চাষ হয়ে থাকে। এবার বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় পুকুর ভেসে যাওয়াতে এই মাছ গুলো নদীতে চলে আসছে। সে কারনে জেলেদের জালে ধরা পড়ছে। তবে এত বড় সিলভার কার্প মাছ আগে পদ্মায় কখনো ধরা পড়তে দেখিনি । এ ধরনের বড় মাছ খেতে খুব সুস্বাদু হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে