শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে সুদের টাকার জন্য মারপিট , আহত ২

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
  ০৬ জুলাই ২০২২, ১৭:০২

বগুড়ার শাাজাহানপুরে সুদের টাকার জন্য রায়হান (২৭) হান্নান (২৫) নামে দু্ই ভাইকে মারপিট করার অভিযোগ উঠেছে বতর্মানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন রয়েছেন আহত দুইভাই উপজেলার পোয়ালগাছা ভাদাইপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে

বুধবার জুলাই ভুক্তভোগি পরিবার স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে সুদারুরা দলবল নিয়ে তাদের বসতবাড়িতেে এসে তাদের মারপিট করে বেধড়ক মারপিটে রায়হান হান্নান আহত হয়।।

ভুক্তভোগি হান্নান তার পরিবার জানান, তারা কৃষি কাজ করেন অভাবের সংসারে কৃষি কাজের প্রয়োজনে তারা পাশের বাড়ির কফিল উদ্দিনের ছেলে আবদুল মান্নানের নিকট থেকে ২০১৮ সালে ৩০ হাজার টাকা কর্জ নেন এসময় চালাকী করে তার নিকট থেকে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নেয় তবে ইতিমধ্যে ৩৫০০০ টাকা তিনি পরিশোধও করেছেন কিন্তুঋন দেওয়া মান্নান বলছেন ৩০ হাজার টাকা সুদে- আসলে এখন লক্ষ টাকা হয়েছে এইসব টাকা পরিশোধ করতে হবে না দিলে সে তার ক্ষতিসাধন করবে বলে ভয় দেখাইতেছে এজন্য সে মাঝে মধ্যেই মারতে আসে বিষয়টি নিয়ে রায়হান আদালতে মামলা দায়ের করেছেন এতে করে ক্ষিপ্ত হয়ে সে মারপিটের পথ বেছে নিয়েছে

স্থানীয়রা জানান, মান্নান সুদের টাকার ব্যবসা করে এসব টাকা গরীব অসহায় ব্যক্তিরা দিতে দেরী হলে তাদের মারপিট করে প্রানের ভয়ে তারা অসহায় হয়ে পড়েছে ভয়ে তারা মুখও খোলেনা এর আগেও জাহাঙ্গীর নামে একজনকে সুদের টাকার জন্য পিটিয়েছে

গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ওরা সুদের ব্যবসা করে নিষেধ করা সত্বেও মানেনা এছাড়াও বিষয়টি নিয়ে আদালতে মামলা থাকা সত্বেও ধরনের ঘটনা বেআইনি

বিষয়টি নিয়ে মান্নানের মতামত জানার জন্য বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি একাধিকবার ফোন দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে