বরিশালে তিন কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (০৬ আগষ্ট) দুপুরে মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ টিম কোতয়ালী মডেল থানাধীন চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করে।
বিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক পেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিষু শীল ওরফে সুধীর (৩৩) ও মোঃ আলমগীর হোসেন (৩১) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
যাযাদি/এসএস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd