বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বোদায় সম্মাননা স্মারক প্রদান

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৩, ১৩:৫৩
বোদায় সম্মাননা স্মারক প্রদান
বোদায় সম্মাননা স্মারক প্রদান

পঞ্চগড়ের বোদায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সৈনিক কল্যাণ সংস্থার সদস্যদের সন্তানদের কৃতিত্ব ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বোদা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সৈনিক কল্যাণ সংস্থার আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে আলোচনা সভা সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

1

সংস্থার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সফি ইসলাম, সহ-সভাপতি মহসিন আলী সহ সংস্থার অন্যান্য সদস্য বৃন্দরা। এ সময় বাংলাদেশ জুডিশয়াল সার্ভিস পরীক্ষায় সারা দেশের প্রথম হওয়া আশিক উজ জামান তার প্রথম হওয়ার অনুভুতি ব্যক্ত করেন।

আশিক বোদা উপজেলার বালাভীর গ্রামের মোঃ আহসান হাবিব বাবুল ও আলাতুন বেগমের সন্তান, আহসান হাবিব সেনা বাহিনী হতে অবসর নিয়ে বর্তমান গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এ কর্মরত আছেন। আশিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্স বর্ষের শিক্ষার্থী। আলোচনা শেষে সংস্থার সদস্যের কৃতি সন্তানদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। '

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে