শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বারহাট্টায় নারী-পুরুষ সমানাধিকার প্রতিষ্ঠায় কর্মশালা

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৩, ১৭:৪২

নেত্রকোণার বারহাট্টায় পারিবারিক সম্পত্তিতে নারী-পুরুষ সমানাধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজের করণীয় এডভান্সিং ইক্যুয়ালিটি অব উইমেন অ্যান্ড মার্জিনালাইজড (আওয়াম) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর উদ্যোগে বিএনপিএস কনফারেন্স হলরুমে নারী-পুরুষ সমানাধিকার প্রতিষ্ঠায় কর্মশালা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিকের সভাপতিত্ব ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্রীয় প্রতিনিধি সিথি ঘোষের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনোয়ার সুলতান, সাবেক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দ্বীপক কুমার সাহা সেন্টু, কৈলাটী এফ.ইউ.সি ফাজিল মোখলেছুর রহমান, কংস থিয়েটারের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার শ্যামল, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, হুজরাবাড়ী উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কাশবন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফখর উদ্দিন, শিক্ষক রিপা সরকার, রিমন চক্রবর্তী সাংবাদিক রুকুনুজ্জামান খান প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে