রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. আবদুল জলিল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  ১১ জুন ২০২৩, ১৫:১৭

নানা আয়োজনের মধ্য দিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১০ জুন) সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচি শুরু হয়।

বিজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদারের নেতৃত্বে র‌্যালিটি কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। র‌্যালিতে কোম্পানির জিএম (অপারেশন) সাইফুল আলম, জিএম (এডমিন) শাহানুর আলম, জিএম (মার্কেটিং) সোলাইমান হোসেন, জিএম (ফাইনেন্স) মিজানুর রহমান, সচিব এনামুর রহমান, জিএম (প্ল্যানিং) মোস্তফা মাহিন, ডিজিএম (সার্ভিস এন্ড সিকিউরিটি) শহিদুল ইসলাম, ডিজিএম (সঞ্চালন) জাহিদুর রেজা, ডিজিএম (জনসংযোগ) বেলায়েত হোসেন, ম্যানেজার (একাউন্টস) শাখাওয়াত হোসেন, কোম্পানির সকল এরিয়া অফিসের কর্মকর্তা-কর্মচারীগণসহ কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিন বিকাল ৩টায় কোম্পানির অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। তিনি বিজিডিসিএল এর প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিগত ৪৩ বছর ধরে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে নিরবিচ্ছিন্নভাবে মানসম্মত গ্রাহক সেবা দেওয়ার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিজিডিসিএল এর ফ্রাঞ্চাইজি এলাকা আরো বিস্তৃত করার আশ্বাস দেন। সভায় বিশেষ অতিথি ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। তিনি বিজিডিসিএল এর ক্রমবর্ধমান উন্নয়নের প্রশংসা করার পাশাপাশি এর ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বিজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শঙ্কর মজুমদার। সভায় বিজিডিসিএল এর প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মাদ মহসিন, বিজিডিসিএল পরিচালনা পর্ষদের পরিচালক মো. জাকির হোসেন এবং অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম বিজিডিসিএল এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে উচ্ছ¡াস প্রকাশ করেন। এতে বিজিডিসিএল এর পদস্থ অন্যান্য কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

সভায় সভাপতিত্ব করেন বিজিডিসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। সভাপতি তার বক্তব্যে বিজিডিসিএল এর সকল কর্মকর্তা ও কর্মচারীগণের সমন্বিত কার্যক্রমের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে বিজিডিসিএল এর তথ্য-প্রযুক্তিগত উন্নয়নের উপর গুরুত্বারোপ করার নির্দেশনা প্রদান করেন। আলোচনা সভা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে