সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে আগুনে পুড়ল ১০ ঘর

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ১৬ জুন ২০২৩, ১৮:১৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির ১০টি ঘর ভষ্মিভূত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগুবি এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মজলু আলীর দাবি- অগ্নিকাণ্ডে দুটি মোটরসাইকেল, তিনটি ফ্রিজ, নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। যদিও ফায়ার সার্ভিস বলছে- অগ্নিকান্ডে তার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানায়, দুপুরে মজলু আলীর বাড়ির একটি রান্না ঘরের আগুন হঠাৎ মুহুর্তের মধ্যে আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় দুটি মোটরসাইকেল, তিনটি ফ্রিজ, নগদ টাকা ও আসবাবপত্রসহ নগদ টাকা পুড়ে যায়।

এলাকাবাসী বিষয়টি টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে। শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ খন্দকার আকবর আলী জানান, আগুনের খবর পেয়ে দেড় ঘণ্টা চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক ধারণা- রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে