সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

গৌরনদীতে এসি বাসে আগুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  ২৫ আগস্ট ২০২৩, ১৪:৪৬

বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের গৌরনদীতে গ্রিনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এ অগ্নিকান্ডে যাত্রীবাহী এসি বাসটি সম্পূর্ন দগ্ধ হয়েছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

স্থানীয় প্রত্যক্ষ দর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব ষ্টেশন অফিসার মোঃ আকতার উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা গ্রিন লাইন পরিবহনের ঢাকা মোট্রো ব ১৫-৯৯৫১ নম্বরের একটি এসি বাস রাত সোয়া ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকা অতিক্রম করছিল।

এ সময় চলন্ত এসি বাসটির পেছনে থাকা ইঞ্জিনে আগুন জ্বলতে দেখে ওই এলাকার এলাহী পেট্রল পাম্পে থাকা লোকজন ডাক চিৎকার দেয়। তাদের ডাক চিৎকারে বাসটির চালক বাসটিকে থামিয়ে দ্রুত যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে আনে। ইতোমধ্যে ইঞ্জিনের আগুন পুরো বাসটিতে ছড়িয়ে পড়ে। খ্র পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি টীম দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্তনে আনে। ততক্ষনে বাসটি পুরোপুরি দগ্ধ হয়ে পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব ষ্টেশন অফিসার মোঃ আকতার উদ্দিন আরো জানান, অগ্নিকান্ডের সময় বাসটির ভেতরে মাত্র ১৪/১৫ জন যাত্রী ছিলেন। বাসটির পেছনে থাকা ইঞ্জিনে আতুন লাগায় তারা সামনের দরজা দিয়ে দ্রুত নেমে পড়ায় কেউ হতাহত হয়নি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে