রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বড়াইগ্রামে তেলের দোকানে পুনরায় ভয়াবহ আগুন

নাটোর প্রতিনিধি
  ২০ অক্টোবর ২০২৩, ১৫:৪৭

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখড়া বাজারে স্থানীয় একটি জ্বালানী তেল বিক্রির দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পূরো বাজারে।

বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন জানান, বেলা ১২টার দিকে বাজারের সুজন মন্ডল নামে এক ব্যবসায়ীর তেলের দোকানে গ্যাসের চুলা মেরামত করার সময় সিলিন্ডর বিস্ফোরণে পুরো দোকানে আগুন ধরে যায়। এসময় দোকানটিতে মজুদ পেট্রল,ডিজেল, কেরোসিনের ব্যারেলে আগুন লেগে যায়। ধীরে ধীরে আগুনের লেলিহান শিখা দোকানে পেছনে ওই ব্যবসায়ীর তেলের গোডাউনে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় স্থাণীয় বাসিন্দারা অভিযোগ করেন মাত্র ১০ মাস আগেও ওই দোকানে একই ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী সুজনের পাশাপশি প্রতিবেশীরা চরম ক্ষতিগ্রস্থ হয়। তারা অবিলম্বে সুজনের খোলা জ¦ালানি তেলের ব্যবসা বন্ধের দাবী জানায়।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল হাসান জানান, ক্ষতির পরিমান নিরুপণ করা হয়ে হচ্ছ। একই সাথে অগ্নিকান্ডের উৎস খোজা হচ্ছে।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, কোন ক্ষতিগ্রস্থ বক্তি অভিযোগ করলের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে