সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গেছে ১৮টি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শত শত কৃষকের ইরি ধানের বীজতলা

ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
  ১৮ নভেম্বর ২০২৩, ১৭:২৪

কুমিল্লার মনোহরগঞ্জে ঘূর্ণিঝড় মিধিলার আঘাতে বৈদ্যুতিক খুঁটি, গাছপালা ভেঙ্গে ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় প্রায় ২৪ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তাছাড়া টানা বর্ষনে ইরি ধানের বীজতলা ডুবে যাওয়ায় এখানকার কৃষকরা বেশ ক্ষতিগ্রস্থ হওয়ার অভিযোগ করেছেন।

উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, উপজেলার পোমগাঁও, মানরা, কাশই, বাংলাইশ, ডুমুরিয়া, মনিপুর, বান্দুয়াইন, শমশেরপুর, বাদুয়াপাড়া এলাকায় ১৮টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে লাইন বিপর্যস্ত হয় ও বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এদিকে ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে শুক্রবার দিন রাত টানা বর্ষনে ফসলি মাঠে সৃষ্ট জলাবদ্ধতায় ইরি ধানের জন্য তৈরী বীজতলা ডুবে গেছে পানির নিচে। এতে শত শত কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। উপজেলার লৎসর গ্রামের কৃষক বশির উল্ল্যা, হাটিরপাড় গ্রামের কৃষক এনায়েত উল্লা, খিলা গ্রামের কৃষক ইব্রাহীমসহ অন্ততঃ ১০জন কৃষক জানান, ইরিচারা রোপনের জন্য তৈরী বীজতলা ১২ ঘন্টা টানা বর্ষনে পানির নিচে তলিয়ে যায়।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-০৪ এর মনোহরগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানাজার (ডিজিএম) নীল মাধব বনিক জানান, ঘূর্ণিঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে মোট ১৮টি বৈদ্যুতিক পিলার ক্ষতিগ্রস্থ হয়েছে এর মধ্যে পোমগাঁও গ্রামেই রয়েছে ৮টি। এসবের পিলারের মধ্যে অধিকাংশ পিলার ভেঙ্গে যায় ও কিছু পড়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়। তিনি জানান বিদ্যুৎ কর্মীদের প্রানান্ত চেষ্টায় কিছু সংযোগ দেয়া হয়েছে, বাকী ক্ষতিগ্রস্থ লাইন মেরামতের কাজ চলছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে এ এলাকার বেশ কিছু কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন তারা। অতি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের ডুবে যাওয়া বীজতলা রক্ষায় পানি নিষ্কাষনসহ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়ার কথা জানান তিনি।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রাণী চাকমা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে