রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সন্দ্বীপে এনপিপি মনোনীত আম প্রতীকের প্রার্থীর ৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
  ৩০ ডিসেম্বর ২০২৩, ১৯:১১

সন্দ্বীপ সংসদীয় আসনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বর্তমানে এনপিপি'র প্রেসিডিয়াম সদস্য আম মার্কার প্রার্থী শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান (৩০ ডিসেম্বর) শনিবার বিকাল ৩ টায় নিজ এলাকায় পিতার নামে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে অধ্যক্ষ মুকতাদের আজাদ খান ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারিষ্টার সোহরাওয়ার্দী আরাফাত খান, এডভোকেট সাইফুর রহমান খান, হাজী নুরুল হক আজমত উল্যাহ হাওলাদার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী আবুল কাসেম মেম্বার ও মোঃ আশরাফুল আলম, আবদুল হাই মানিক মালাদার, আবু তাহের সুকানী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নাজিম উদ্দীন (এক্স নেভী), শাহাদাত হোসেন ভুঁইয়া, মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ।

ইশতেহার ঘোষিত ৭ দফা হল-

১/সন্দ্বীপে শিক্ষার গুণগত মানোন্নয়ন

২/গুপ্তচরা টু কুমিরা নৌ-ঘাটে যাতায়াত সমস্যার সমাধান

৩/সন্দ্বীপের পশ্চিমাংশে জেগে উঠা চরগুলোর মালিকানা পুনরুদ্ধার

৪/চিকিৎসাসেবা সমস্যার সমাধান

৫/বেকারত্ব-মাদক সমস্যার সমাধান

৬/সমৃদ্ধ সমাজ বিনির্মাণ ও সুশাসন নিশ্চিত করা

৭/সন্দ্বীপের সকল নৌ-ঘাটে প্রবাসীদের ভিসার ফটোকপি প্রদর্শন করে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট প্রাপ্তির ঘোষণা দেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে