মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

নড়াইল ১ আসনে চতুর্থ বারের এমপি কবিরুল হক

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
  ০৯ জানুয়ারি ২০২৪, ১১:৪৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে বি এম কবিরুল হক মুক্তি ১ লাখ ৩৪ হাজার ২১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে তিনি টানা চারবার বিজয়ী হলেন। রবিবার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

বিএম কবিরুল হক মুক্তি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বনদ্বী জাতীয় পার্টির মিল্টন মোল্যা লাঙ্গল প্রতীকে পেয়েছে ৩ হাজার ৭৬৩ ভোট। ১ লাখ ৩০ হাজার ৪৫২ ভোটের ব্যাবধানে জয় লাভ করেন মুক্তি।

স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক ঈগল প্রতীকে ৮৮১ ভোট,বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট নজরুল ইসলাম হাতুড়ী প্রতীকে ২ হাজার ১৯৭ ভোট,তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী সোনালি আঁশ প্রতীকে ৫৬৩,জাতীয় পার্টি (জেপি)’র শামীম আরা পারভীন বাইসাইকেল প্রতীকে ৫১৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী সিকদার মো.শাহাদাত হোসেন মাথাল প্রতীকে ১হাজার ৩১ ভোট পেয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক গত ১৯ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের প্রার্থী স্বামী বি এম কবিরুল হক মুক্তিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান।

এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪০৩ জন। এ আসনে ভোট কেন্দ্র সংখ্যা ১১০।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে