সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কাশিয়ানীতে অচ্ছল জেলেদের মধ্যে ছাগল বিতরণ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
  ১৬ জানুয়ারি ২০২৪, ১৪:৫৪

দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ২০টি মৎস্যজীবি পরিবারের মধ্যে ছাগল ও অন্যান্য উপকরণ বিতরন করা হয়েছে।

দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে ২০ টি মৎস্যজীবি পরিবারের মাঝে দুইটি ছাগল, ছাগল লালন-পালনের জন্য একটি ঘর ও খাদ্য বিতরণ করা হয়েছে।

সহকারি কমিশনার ভূমি মিলন সাহা প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন ,যুগ্ম-সাধরন সম্পাদক বিপ্লব মন্ডল, প্রানী সম্পাদ অফিসার পৃথিজ্ব কুমার,উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়।

এসময়ে উপস্থিত কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম মুন্নাসহ স্থানীয় সাংবাদিকরা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে