মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে মেশিনের মাধ্যমে চারা রোপণ উদ্বোধন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২৪, ১২:৪২
ধামরাইয়ে মেশিনের মাধ্যমে চারা রোপণ উদ্বোধন

ঢাকার ধামরাইয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের সমলয় চাষাবাদ প্রকল্পে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে কুশুরা ইউনিয়নের টোপেরবাড়ি এলাকায় এ উদ্বোধন করা হয়। এ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার সরেজমিন উইং পরিচালক মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা,অতিরিক্ত উপ পরিচালক (শস্য) আরিফুল হাসান,অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) নাজিয়াত আহমেদ,কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাবি ইবনে সাজ্জাদ বলেন, আধুনিক প্রযুক্তির এ রাইস ট্রান্সপ্রান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপনের ক্ষেত্রে কৃষকদের সময় ও খরচ দুটোই সাশ্রয়ী হবে। আর ফলনও ভাল হবে।আমরা ধামরাইয়ে প্রথম এ প্রযক্তি কৃষকদের মাঝে প্রদান করিলাম।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে