মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

চৌমুহনীতে চালের অবৈধ মজুদ ঠেকাতে অভিযান; চার ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

বেগমগঞ্জ ( নোয়াখালী) প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৪, ১৬:৩০

চালের অবৈধ মজুত প্রতিরোধে নোয়াখালীতে যৌথ অভিযান পরিচালনা করছে খাদ্য অধিদফতর ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে মূল্য তালিকা না থাকা, লাইসেন্স না থাকা সহ বিভিন্ন অপরাধে চার টি চালের আড়তে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী বাজারের বিভিন্ন চালের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক কাউসার মিয়া।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খাদ্য অধিদপ্তরের নির্দেশে সারা দেশের ন্যায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে