মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

চৌমুহনীতে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের লাঠিচার্জ 

বেগমগঞ্জ (নোয়াখালী ) প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৪, ১৬:৫৫

দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বিএনপি'র উদ্যোগে কালো পতাকা মিছিল পুলিশের বাধা কারনে বের হতে পারেনি। পুলিশ কালো পতাকা মিছিলে আসা নেতা-কর্মীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার সকাল ১১ টার সময় চৌমুহনী পাবলিক হলের সামনে কালো পতাকা মিছিলে বের করলে পুলিশের বাধা দেয়।

পরে পাবলিক হলের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র যুব ক্রীড়া সম্পাদক খোরশেদুল আমিন ফয়সাল। থানা যুবদলের সাবেক আহবায়ক শামসুদ্দিন তীবরিজ স্বপন, থানা যুবদলের যুগ্ন আহবায়ক খুরশিদ আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দাউদুর রহমান ফারহান, থানা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ মাসুদ, মোঃ আজাদ,বাবলু, চৌমুহনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুল, মোঃ কিরন ও হারুনসহ বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।

এদিকে বিএনপির কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে নাশকতা এড়াতে সকাল থেকে চৌমুহনীর বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে