মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দির শহীদনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দি উপজেলার শহীদনগরে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক (এন-১) এর ৪৪তম কিলোমিটারে ভাগলপুর এবং ছোট মোহাম্মদপুর মৌজায় শহিদনগর নামক স্থানে সওজ'র অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধভাবে ৫০টি নির্মিত দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে দিক-নির্দেশনা প্রদান করেন দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান। অভিযানে কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, দাউদকান্দি-চান্দিনা সার্কেলের এএসপি এনায়েব কবির সোয়েব,দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোজাম্মেল হক পিপিএম, গৌরীপুর পুলিশ কেন্দ্রের ইন-চার্জ মো: আসাদুজ্জামাম, দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস ও দাউদকান্দি পল্লী বিদ্যুৎ সমিতির একটি দল। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় কুমিল্লা পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ, দাউদকান্দি মডেল থানা ও দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উচ্ছেদের পর কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা গনমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয়রা মহাসড়কের পাশের সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ করে। সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এটা আমাদের নিয়মিত কার্যক্রম। আগে লাল চিহ্ন দেয়া হয়েছে এবং গতকাল (বুধবার) মাইকিংও করা হয়েছে। যারা অবৈধ দলখদার তারা নিজেরাই জানেন অবৈধ, এখানে নোটিশ করার কোন কিছু আছে কিনা আমার জানা নেই। আমরা আমাদের সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছি এটা আমাদের নিয়মিত কার্যক্রম। আমরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকা চিহ্নিত করতেছি। জনগণ যাতে স্বস্তিতে চলাচল করতে পারে এবং সরকারি জায়গা যাতে দখলমুক্ত থাকে সে ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ। আর এই উচ্ছেদ অভিযান আমাদের রুটিন ওয়ার্ক এটি চলমান থাকবে। সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কটি কানেক্টিভিটি প্রজেক্টের আওতায় সম্প্রসারণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। তাই বৃহস্পতিবার মহাসড়কের শহিদনগর এলাকায় প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে