সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

গোয়াইনঘাটে বইপড়া উৎসব উদ্বোধন ও বিতরণ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৯

বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও বইমুখী করতে এবং ‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়াইনঘাটে সিলেট জেলা পরিষদের আয়োজনে বইপড়া উৎসবের উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।

সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস'র সভাপতিত্বে এবং ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ'র সহকারি শিক্ষক অসীম চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তামান্না আক্তার হেনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমা কান্ত দেবনাথ, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ শহীদ, কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ দাস, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী মারুফা আক্তার ইমু ও পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে