মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বোরহানউদ্দিনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৮
আপডেট  : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫০
জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে মঙ্গলবার বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়

ভোলার বোরহানউদ্দিনে 'স্মার্টপরিসংখ্যান, উন্নয়নের সোপান’ প্রতিপাদ্যে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগ ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় দিবস পালিত হয়।

সকাল ১১ টায় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহি অফিসার মো. রায়হান-উজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আরো বক্তৃতা করেন,সিনিয়র উপজেলা মৎস্য বর্মকর্তা মনোজ কুমার সাহা,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল, টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিমউদ্দিন হাওলাদার প্রমূখ।

এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মবর্কা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন

শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে