মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কালিয়ায় পরিসংখ্যান দিবস পালন

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৫

“স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলের কালিয়ায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিসংখ্যান কার্যালয়, কালিয়ার আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালী ও দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা চত্ত্বর থেকে র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামীম হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,পরিসংখ্যান অফিসের কর্মচারিসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে