সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালীতে দায়িত্বশীল মৎস্য আহরণ বিষয় প্রশিক্ষণ 

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৮

পটুয়াখলীর রাঙ্গাবালীতে সামুদ্রিক জীব বৈচিত্র্য সংরক্ষণ, সাগরে নিরাপত্তা ও দায়িত্বশীল মৎস্য আহরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামে ইউ এস এ আই ডি এর অর্থায়নে, ওয়ার্ল্ডফিশের বাস্তবায়নে ইকোফিশ-২ প্রকল্পের আয়োজনে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

ওই ইউনিয়নের (মৎস্য সংরক্ষণ দলের ১৫ জন সদস্য দলনেতাদের নিয়ে) এ প্রশিক্ষণে, প্রশিক্ষক হিসেবে উপন্থিত ছিলেন ইকোফিশ-২ প্রকল্পের গবেষণা সহযোগী জনাব মোঃ আব্দুল হামিদ সেখ এবং গবেষণা সহকারী (জনাব মোঃ শহিদুল ইসলাম কাজল।

এ সময় সামুদ্রিক জীববৈচিত্রে সংরক্ষণের গুরুত্ব, দায়িত্বশীল মৎস্য আহরণ, মৎস্য আইন যথাযত অনুসরণ, টেকসই মৎস্য আহরণ, নেতৃত্বের বিকাশ বিষয়ে বিস্তারিত বালোচনা করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে