মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মুক্তাগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৫ মার্চ ২০২৪, ১৭:২১

ময়মনসিংহের মুক্তাগাছায় বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার লাঙ্গলিয়াতে বাঁশাটি ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের মুক্তাগাছা এপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাঁশাটি ইউপি চেয়ারম্যান উজ্জ্বল কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরব আলী।

বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক আহমেদ, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান, ওয়ার্ল্ডভিশন এপি ম্যানেজার নম্রতা হাউই, ইমাম সমিতির নেতা মাও. সাখাওয়াত হোসেন, সংশ্লিষ্ট ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আ ন ম মহিব্বুর রহমান আল জান্নাত নাঈম, ওয়ার্ল্ডভিশনের প্রোগ্রাম অফিসার রাশেদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে বাল্যবিয়ে না বলে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। সভায় স্থানীয় জনগণ, ভিডিসি, স্থানীয় সরকার জনপ্রতিনিধি, ওয়ার্ল্ডভিশনের শিশু ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশা মানুষ অংশ নেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে